হালদায়  বালু উত্তোলনের ১০ নৌকা ধ্বংস

হালদায়  বালু উত্তোলনের ১০ নৌকা ধ্বংস

চট্টগ্রাম: রুই জাতীয় কার্প মাছের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদার মা মাছ ও ডলফিন রক্ষায় বড় ধরনের অভিযান পরিচালনা করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে হালদা নদীর সাত্তার ঘাট থেকে নয়াহাট পর্যন্ত বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১০টি ইঞ্জিন চালিত বালুর নৌকা ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

ইউএনও মো. রুহুল আমিন জানান, বালু উত্তোলনের সময় ঘটনাস্থল থেকে ১০টি ইঞ্জিন চালিত বালুর নৌকা আটক করা হয়। তাৎক্ষণিকভাবে নৌকাগুলো এমনভাবে অকেজো করা হয় যাতে তা পূনরায় বালু উত্তোলনের কাজে ব্যবহার করা না যায়।

তিনি বলেন, অভিযানে নৌকার মালিক মো. জাফরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নদীর বিভিন্ন স্পট থেকে এক হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর: নাছির উদ্দিন নাছির

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে