নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,চৈতী রাণী রায়: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও কেন্দ্রীয় মন্দিরে এই পূজা অনুষ্ঠিত হয়।সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।
বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা, মানব সম্পদ ব্যবস্থাপনা, ফিনান্স এন্ড ব্যাংকিং, হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা বিভাগ ছাড়াও সমাজবিজ্ঞান অনুষদের অধীনে সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, অর্থনীতি ও পপুলেশন সাইন্স বিভাগে পৃথকভাবে সরস্বতী পূজার আয়োজন করা হয়। এছাড়াও সংগীত ও নাট্যকলা বিভাগে এবং বিজ্ঞান অনুষদের উদ্যোগে পূজা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মন্দিরে আয়োজিত পূজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পূজা উপলক্ষে মন্দির ও বিভিন্ন বিভাগ সাজানো হয় রঙিন ফুল, আলোকসজ্জা ও শৈল্পিক নকশায়। শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
পূজা শেষে প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। শিক্ষার্থীরা বলেন, সরস্বতী পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি জ্ঞান, শিক্ষা ও সংস্কৃতির প্রতীক। প্রতিবছরের মতো এবারও এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি ও সাংস্কৃতিক চেতনা আরও দৃঢ় করেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মনোবল ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো নিয়মিতভাবে উদযাপন করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।