ভোটের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হবে : আমানউল্লাহ আমান

ভোটের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হবে : আমানউল্লাহ আমান

সমাচার ডেস্ক: ভোটের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ হবে এবং দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আমানউল্লাহ আমান।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত করতে পারে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৮টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের কার্যকর ভূমিকা নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, ভোটাধিকার নিশ্চিত হলে জনগণই ঠিক করবে দেশ কোন পথে এগোবে। কোনো শক্তি জনগণের রায়কে আটকে রাখতে পারবে না।

তিনি বলেন, ভোটই গণতন্ত্রের মূল ভিত্তি। ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র শুধু নামেই থেকে যায়। তাই নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

..

Leave a reply

Minimum length: 20 characters ::