মধ্যনগর সীমান্তে ৫টি ভারতীয় গরু আটক

মধ্যনগর সীমান্তে ৫টি ভারতীয় গরু আটক
ধর্মপাশা প্রতিনিধি (সুনামগঞ্জ): সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ টহল অভিযানে পাঁচটি ভারতীয় মাঝারি আকারের গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)–এর অধীন বাংগালভিটা বিওপি এলাকার কাইতাকোনা নামক স্থানে অভিযানটি পরিচালনা করা হয়। মেইন পিলার ১১৯০/১১ এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ টহলকালে সিভিল সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে গরুগুলো আটক করা হয়।
জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, জব্দকৃত গরুগুলো প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::