‘রমজান মাসে দেশে এলপি গ্যাসের সংকট হবে না’ বললেন বিইআরসি চেয়ারম্যান

‘রমজান মাসে দেশে এলপি গ্যাসের সংকট হবে না’ বললেন বিইআরসি চেয়ারম্যান

সমাচার ডেস্ক: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) আমদানি বাড়বে উল্লেখ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ আশা প্রকাশ করেছেন এতে সামনের রমজানে দেশে এলপি গ্যাসের সংকট থাকবে না।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘এলপিজি বাজার নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ’ বিষয়ক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।

মূলত, দেশে এলপি গ্যাস দাম ও সরবরাহ উভয় ক্ষেত্রেই গত কয়েকদিন ধরেই চলছে নজিরবিহীন নৈরাজ্য। নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ টাকায়ও অনেক জায়গায় মিলছে না নিত্য প্রয়োজনীয় এ জ্বালানি পণ্য।

এ সময় চলমান সংকটের জন্য বিইআরসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করেন এলপি গ্যাস আমদানিকারকরা। তারা বলেন, আমদানি বাড়াতে চাইলেও যথাসময়ে সাড়া দেয়নি সরকার।

তবে এ দাবি নাকচ করে দেন বিইআরসি চেয়ারম্যান। কয়েকটি প্রতিষ্ঠানের উদাহরণ টেনে তিনি বলেন, ‘যারা বাড়তি আমদানি করেছে, তাদের বাধা দেয়া হয়নি। জানুয়ারিতে ১ লাখ ৫০ হাজার টন এলপিজি আসার কথা রয়েছে। আশা করি রমজানে সমস্যা হবে না।’

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::