সমাচার ডেস্ক: মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে লক্ষাধিক মানুষ নিয়ে সমাবেশের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, সরকার তরুণ প্রজন্মকে অবহেলা করে কখনোই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে পারবেন না।
শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে এক সমাবেশে এ ঘোষণা দেন আব্দুল্লাহ আল জাবের। এর আগে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে ইনকিলাব মঞ্চ। এসময় হাদির রেখে যাওয়া নানান স্লোগানে মুখরিত হয়ে উঠে ঢাবির টিএসসি এলাকা।
শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি যাত্রা করে। এরপর টিএসসি হয়ে শাহবাগ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টিএসসির রাজু ভাস্কর্যে শেষ হয়। সেখানে ছাত্র-জনতা অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে ওই এলাকা।
সংক্ষিপ্ত সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, সরকার তরুণ প্রজন্মকে অবহেলা করে কখনোই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে পারবেন না। এ সময় জাবের বলেন, খুব শিগগিরই লক্ষাধিক মানুষ নিয়ে হাদি সমাবেশ করার ঘোষণা দেন তিনি।
একইসঙ্গে বলেন, সেই সমাবেশ থেকে ঘোষণা করা হবে, হাদি হত্যার বিচারের কঠোর বার্তা। এই সমাবেশে কারা আসবে আর কোন দল আসবে বা আসবে না সেটাই প্রমাণ করবে হাদি হত্যার বিচার কারা চান আর কারা চান না।
..