সৌদি যুবরাজের মনোরঞ্জনে ১৫০ মডেল, মালদ্বীপে বুক করা হয়েছিল রিসোর্ট

সৌদি যুবরাজের মনোরঞ্জনে ১৫০ মডেল, মালদ্বীপে বুক করা হয়েছিল রিসোর্ট

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিলাসী জীবনযাপন নিয়ে সম্প্রতি একটি বই প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে ১৫০ জন মডেল নিয়ে মালদ্বীপে পার্টি করতে গিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান।

‘ব্লাড এন্ড অয়েল: মোহাম্মদ বিন সালমান রুথলেস কোয়েস্ট ফর গ্লোবাল পাওয়ার’ নামক বইটিতে বলা হয়, পাঁচ বছর আগে ২০১৫-র জুলাইতে সৌদি আরবের তত্কালীন প্রতিরক্ষামন্ত্রী তথা যুবরাজ মলদ্বীপে একটি জমকালো পার্টির আয়োজন করেছিলেন। তখন তার বয়স ছিল ২৯। এই পার্টির জন্য মালদ্বীপের ভেলা রিসোর্ট এক মাসের জন্য প্রায় ৫০ মিলিয়ন ডলার অর্থে বুক করা হয়েছিল। গোপনীয়তা নিয়ে সৌদি যুবরাজ এতটাই খুঁতখুতে ছিলেন যে, রিসোর্টে ক্যামেরা যুক্ত মোবাইল নিয়ে যাওয়াই নিষিদ্ধ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের বিখ্যাত র‌্যাপার পিটবুল ও দক্ষিণ কোরিয়ার পপ তারকা সাইও এসেছিলেন।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, পার্টিতে নাকি জেনিফার লোপেজ ও শাকিরার মতো তারকাদেরও আসার কথা ছিল। এই পার্টির জন্য তখন বিপুল অর্থ ব্যয় করা হয়েছিল।

জানা গেছে, এই পার্টির জন্য ১৫০ জন মডেল ওই রিসোর্টে ছিলেন। রাশিয়া, ব্রাজিল সহ অন্যান্য দেশ থেকে এই মডেলরা এসেছিলেন। তাদের প্রথমে ক্লিনিকে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখা হয়, কোনও রকম যৌন রোগ রয়েছে কিনা। যুবরাজের বন্ধুদের সঙ্গে পুরো একমাস কাটানোর কথা ছিল ওই মডেলদের।

সৌদি যুবরাজ এসেছিলেন তার সুবিশাল ৪৩৯ ফুটের জাহাজ নিয়ে। তবে সে সময় মালদ্বীপের একটি প্রকাশনে এই পার্টির খবর ফাঁস হয়ে যায়। সেজন্য যে পার্টির এক মাস চলার কথা, তা এক সপ্তাহেই শেষ হয়ে যায়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

১৬৯ কর্মচারিকে চাকরিচ্যুত করলো রাসিক

মেহেন্দিগঞ্জ পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণের কর্মসূচি-৩ পরকল্পের চেক বিতরণ