বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান!

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান!

সমাচার ডেস্ক: নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। এ ব্যাপারে আইসিসিকে দুই দফায় চিঠিও দিয়েছে বিসিবি। চিঠিতে বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। এমন অবস্থায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। এমন প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম জিও ‍সুপার।

পিসিবির সূত্রের বরাত দিয়ে জিও সুপারের খবরে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কায় আয়োজন করা সম্ভব না হয়, তাহলে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে চায় পাকিস্তান। বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার জন্য পাকিস্তানের সবগুলো ভেন্যু প্রস্তুত আছে।

জিও সুপারের খবরে আরও বলা হয়েছে, ইতোমধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫ এবং নারী বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচসহ আইসিসির বড় বড় ইভেন্টগুলো সফলভাবে আয়োজন করেছে পাকিস্তান।

তবে পাকিস্তানে বিশ্বকাপ ম্যাচ আয়োজনের সম্ভাবনা একেবারেই ক্ষীণ। কেননা, ভারতের সঙ্গে বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে রয়েছে শ্রীলঙ্কা। ভারতে কোনো ম্যাচ না হলে সেটা কেবল শ্রীলঙ্কাতেই আয়োজন করা সম্ভব। তাছাড়া পাকিস্তান তাদের নিজেদের ম্যাচও খেলবে শ্রীলঙ্কায়।

এর আগে আইপিএলের নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এরপর ভারতে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর তোপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে বাদ দেয় কলকাতা। এরপরই পাল্টে যায় পরিস্থিতি।

এক মোস্তাফিজকেই যদি নিরাপত্তা দিতে না পারে ভারত, তাহলে পুরো দলকে কীভাবে নিরাপত্তা দেবে তারা? এমন শঙ্কায় ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। আইসিসিকে চিঠি দিয়ে অনুরোধ করে, বাংলাদেশের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় সরিয়ে নেয়া হয়।

বিসিবির ই-মেইলের জবাবও দিয়েছে আইসিসি। বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার জায়গাগুলো তারা জানতে চেয়েছে। এরপর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আলোচনা করে আরও একটি চিঠি দিয়েছে বিসিবি। যেখানে নিরাপত্তা শঙ্কার পুরো বিস্তারিত তুলে ধরেছে বিসিবি। দ্বিতীয় দফায় চিঠি দেওয়ার পর বিসিসিআইয়ের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। অন্যদিকে গত শনিবার (১০ জানুয়ারি) বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বিশ্বকাপ নিয়ে সোম-মঙ্গলবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::