উৎসব মুখর পরিবেশে নীলফামারীতে বিভিন্ন  দল ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

উৎসব মুখর পরিবেশে নীলফামারীতে বিভিন্ন  দল ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল
মো: গোলাম মোস্তফা,নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে উৎসব মুখর পরিবেশে সোমবার (২৯ডিসেম্বর) শেষ দিনে মনোনয়ন পত্র দাখিল করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা।রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে নেতা কর্মীদের নিয়ে মনোনয়ন দাখিল করেন তারা।
বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, এলডিপি, বাংলাদেশ ন্যাপ, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ, বিএনএফ, বাসদ (মাকর্সবাদী) সহ স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন।
উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে জেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তার,  নীলফামারী-১ আসনে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম, নীলফামারী-২ আসনে বেগম খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন মনোনয়ন পত্র দাখিল করেন।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীর কাছে মাওলানা মঞ্জুরুল ইসলাম, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামানের কাছে জেবেল রহমান গানি এবং নীলফামারীতে রিটার্নিং অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামানের কাছে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার মনোনয়ন পত্র দাখিল করেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্র জানায় জেলার চারটি আসনে ৪৪জন। এরমধ্যে দাখিল করেছেন ৩৩জন।দাখিল কারীদের মধ্যে রয়েছেন  নীলফামারী-১ আসনে ১০জন, নীলফামারী-২ আসনে ৭জন, নীলফামারী-৩ আসনে ৪জন এবং নীলফামারী-৪ আসনে ১২জন রয়েছেন।
এদিকে নীলফামারী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল এবং ক্রীড়া সংগঠক মিনহাজুল ইসলাম মিনহাজ মনোনয়ন পত্র দাখিল করেন।নীলফামারী-২ আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মনোনয়ন পত্র দাখিলের সময় বিএনপির কেন্দ্রীয় সদস্য এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহবায়ক সোহায়েল পারভেজ, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, আগামী ৩০ডিসেম্বর যাচাই বাছাই শুরু হবে।বলেন, মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে প্রার্থীদের নিয়ে আচরণ বিধি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সকল প্রার্থীরা এতে অংশ নেবেন।
বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী জানান, আল্লাহর উপর পূর্ণ বিশ^াস রেখে নির্বাচনে অংশ নিচ্ছি। আল্লাহ চাইলে বিজয়ী হবো। বলেন, বিজয়ী হলে জনগণের অধিকার পুরোপুরি নিশ্চিত করা হবে এবং দুর্নীতি মুক্ত সমাজ গঠন করবো। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বেকারত্ব দুরীকরণ ছাড়াও কলকারখানা স্থাপনের উদ্যোগ নেবো।
একই আসনে মনোনয়ন পত্র দাখিলকরা ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি বলেন, আমি গাভি মার্কা নিয়ে নির্বাচন করছি। আমি নির্বাচিত হলে ডোমার-ডিমলার মানুষের ভাগ্যেন্নয়নের চেষ্টা করবো। কোন বৈষম্য থাকবে না।
..

Leave a reply

Minimum length: 20 characters ::