অসহনীয় নির্যাতনের পরও দেশ ছাড়েননি বেগম খালেদা জিয়া : আমান

অসহনীয় নির্যাতনের পরও দেশ ছাড়েননি বেগম খালেদা জিয়া : আমান

সমাচার ডেস্ক: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, বাংলাদেশ ছাড়া আর কোনো ঠিকানা নেই বলে জানিয়েছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বলেছিলেন এই বাংলাদেশের মাটি ও মানুষই তার আপন। সেখানেই তিনি থেকেছেন। তার ওপর অসহনীয় নির্যাতন হয়েছে। এরপরও তিনি কখনও দেশ ছেড়ে যেতে চাননি।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে অংশ নিতে এসে স্মৃতিচারণ করে এসব কথা বলেন তিনি।

আমান উল্লাহ আমান বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে আপসহীন নেত্রীকে জেলে রাখা হয়েছে। স্লো-পয়জনিংয়ের মাধ্যমে তাকে অসুস্থ করে ফেলা হয়েছে। সেই অসুস্থতা আর ভালো হয়নি। বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার জন্য দলের পক্ষ থেকে বারবার আকুতি জানানো হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট সরকার সেই সুযোগটা পর্যন্ত দেয়নি। আজ তিনি আমাদের কাছ থেকে চলে গেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি।

জানাজা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জানাজায় যে সংখ্যক মানুষ এসেছিলেন, পৃথিবীর ইতিহাসে এত মানুষ কোনো জানাজায় হয়নি। বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে কী পরিমাণ মানুষ হবে সেটা ভাষায় প্রকাশ করতে পারব না। এরই মধ্যে সারা দেশ থেকে মানুষ আসতে শুরু করেছেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::