নারায়ণগঞ্জ -১ আসনে রূপগঞ্জে বিপ্লব বাংলাদেশ এর  মহাসচিব শেখ রায়হান রাহবার মনোনয়নপত্র দাখিল

নারায়ণগঞ্জ -১ আসনে রূপগঞ্জে বিপ্লব বাংলাদেশ এর  মহাসচিব শেখ রায়হান রাহবার মনোনয়নপত্র দাখিল
মোঃ আবু কাওছার মিঠু,রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ১৩শ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ আসনে প্রার্থীরা তাদের রাজনৈতিক তৎপরতা শুরু করেছেন। শেখ রায়হান রাহবার মহাসচিব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে দল থেকে ‘আপেল ‘ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২ টায় স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেখ রায়হান রাহবার এবং তার দলের নেতাকর্মীরা কিছু সুনির্দিষ্ট লক্ষ্যের কথা জানিয়েছেন। সমাজে ন্যায়বিচার এবং মানবিক অধিকার সুনিশ্চিত করা। রূপগঞ্জের শিল্পাঞ্চল ও আবাসন খাতের উন্নয়নকে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার। রাজনীতিতে তরুণদের সরাসরি অংশগ্রহণ বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
নারায়ণগঞ্জ -১ আসনে বর্তমানে ব্যাপক নির্বাচনী আমেজ বিরাজ করছে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান, এবারের নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ করার সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শেখ রায়হান রাহবার অংশগ্রহণ এই আসনে ইসলামি ধারার ভোটের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নারায়ণগঞ্জের বিভিন্ন আসনে তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে। রূপগঞ্জ ছাড়াও পার্শ্ববর্তী আসনগুলোতে দলটির প্রার্থীরা সক্রিয় রয়েছেন এবং নিয়মিত নির্বাচনী প্রস্তুতি সভা করছেন।
এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আবু আবরার চিশতি, ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাগর খাঁন দিপু,রূপগঞ্জের ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ
 আহ্বায়ক মোহাম্মদ সোলাইমান,জাকির হোসেন, শামীম প্রধান প্রমুখ।
..

Leave a reply

Minimum length: 20 characters ::