মাদারীপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদগণের পরিবারবর্গের সাথে মতবিনিময় সভা 

মাদারীপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদগণের পরিবারবর্গের সাথে মতবিনিময় সভা 
মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদগণের পরিবারবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে মাদারীপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারীপুর সদর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ওয়াদিয়া শাবাব । জুলাই গণঅভ্যুত্থানে শহীদগণের পরিবারবর্গের সাথে মধ্যভোজে অংশগ্রহণ করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদগণের পরিবারবর্গের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন । এর আগে মাদারীপুর শহরের লেকেরপাড়ে শহীদ স্মৃতিস্তম্ভতে পুষ্পঅর্পণ শেষে মোনাজাতে অংশ নেন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জুয়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা আজরিন তন্বী, মাদারীপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, চ্যানেল এস এর মাদারীপুর জেলা প্রতিনিধি প্রণব কুমার সাহা অপূর্বসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
..

Leave a reply

Minimum length: 20 characters ::