রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা

রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা
মোঃ আবু কাওছার মিঠু,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে। গতকাল ২১ডিসেম্বর রবিবার নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন এ মতবিনিময় সভার আয়োজন করেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ কামাল হোসেন, শ্রমিকদল নেতা শাহআলম কনক, বিএনপি নেতা মহি উদ্দিন, শাহজাহান, এসকে মাহমুদ জেসপার, সাদেকুর রহমান সাদু, জাকির হোসেন, সাইদুর সরকার, মজিবুর রহমান প্রমুখ।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যকারীদের রূপগঞ্জ উপজেলা বিএনপিতে ঠাঁই নেই। ভূমিদস্যুতা ও মাদক নির্মূল করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, কর্মসংস্থান, শিল্পায়ন ও যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন করা হবে। সমাজের সকল বৈষম্য দূর করে আদর্শ ও স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তোলা হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলেই ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির আত্তার মাগফেরাত কামনা করা হয়।
..

Leave a reply

Minimum length: 20 characters ::