মাদারীপুর জেলা প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় শিবচরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খারাকান্দি গ্রামে ড. শাহাদাৎ হোসেন এর বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে খালেদা জিয়ার সুস্থতা এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় মাদারীপুর -১(শিবচর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা মিঠু চৌধুরীকে প্রধান অতিথি করা হয় ।
ড. শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন বেপারী, শিবচর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুল মান্নান খান, যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ চৌধুরী, সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সুমন, মনির মোল্লাসহ শিবচর উপজেলা ও পৌরসভা এবং দত্তপাড়া, শিরুয়াইল,নিলখী ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও আরো অনেকেই ।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় নেতারা বলেন, নেত্রীর সুস্থতার জন্য দলীয়ভাবে দেশজুড়ে দোয়া কর্মসূচি চলছে, যা তৃণমূল নেতাকর্মীদের গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।