বিজয়ের মাসে স্মৃতিসৌধে চলছে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার—নিষেধাজ্ঞা ১৫ ডিসেম্বর পর্যন্ত

বিজয়ের মাসে স্মৃতিসৌধে চলছে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার—নিষেধাজ্ঞা ১৫ ডিসেম্বর পর্যন্ত
গোলাম সাব্বির আহমেদঃ মহান বিজয় দিবসকে সামনে রেখে সাভারের জাতীয় স্মৃতিসৌধে চলছে প্রস্তুতিমূলক কার্যক্রম। পরিষ্কার-পরিচ্ছন্নতা, রংতুলির ছোঁয়ায় সৌন্দর্য বৃদ্ধি ও বাহারি ফুলে সাজানোর কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে। এ প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।
আজ সোমবার (৮ ডিসেম্বর) ‘দৈনিক সমাচার’কে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ মোঃ আনোয়ার খান আনু। কর্তৃপক্ষের জারি করা নোটিশে জানানো হয়, রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ৬ ডিসেম্বর শনিবার থেকে ১৫ ডিসেম্বর সোমবার পর্যন্ত মোট ১০ দিন দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকবে।
ইনচার্জ মো. আনোয়ার খান আনু আরও বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সরকারি কর্মকর্তা, বিদেশি কূটনীতিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপলক্ষে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ধোয়া-মোছা, রংতুলি, ফুল ও গাছের পরিচর্যা, রোপণ এবং সিসি ক্যামেরা স্থাপনসহ নানামুখী রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এসব কাজ ৬ নভেম্বর থেকে শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সম্পন্ন করা হচ্ছে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::