গোলাম সাব্বির আহমেদ,স্টাফ রিপোর্টার: ফরিদপুর রেলস্টেশনের সামনে পূর্ব শত্রুতার জেরে দেলোয়ার মুন্সী (৫০) ও তার ছেলে শাকিল মুন্সীর (২৫) ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটে।
অভিযোগকারী মৌসুমী আক্তারের বরাতে জানা যায়, সেদিন আদালতে মামলার হাজিরা শেষে দেলোয়ার মুন্সী ও তার ছেলে বাড়ি ফিরছিলেন। রেলস্টেশনের সামনে পৌঁছালে বিবাদী পক্ষের শাহনাজ বেগম, সাইফুল ইসলাম তাঞ্জু, ডালিয়া আক্তারসহ অজ্ঞাতনামা ৪–৫ জন সন্ত্রাসী তাদের গতিরোধ করে। পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর ও কোপাতে কোপাতে গুরুতর জখম করে।
এ সময় দেলোয়ার মুন্সীর সঙ্গে থাকা টাকা-পয়সা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর দেলোয়ার মুন্সীর পক্ষ থেকে ফরিদপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে থানার এসআই সিরাজ ঘটনাটি তদন্তের দায়িত্ব পান। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে এসআই সিরাজ বলেন, “প্রাথমিক তদন্তে ঘটনাটি সত্য বলে পাওয়া গেছে। তবে আরও বিস্তারিত তদন্ত চলছে।”
বাদীর দাবি, দ্রুত এই ঘটনার নিয়মিত মামলা নেওয়া হোক এবং অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।
স্থানীয়দের মাঝে এ ঘটনার পর উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
..