কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গবেষণাধর্মী সংগঠন ‘থাউজ্যান্ড স্কলারস ইনিশিয়েটিভ (টিএসআই)’ এর উদ্যোগে গবেষণার মৌলিক ধারণা বিষয়ক সেমিনার আয়োজন করেছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুর দুইটায় বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আলিমুল হায়দার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন এবং লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস।
সেমিনারে বক্তারা গবেষণার মৌলিক ধারণা, কাঠামো, গবেষণার বাস্তবধর্মী অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন।
ড. নাঈম আলিমুল হায়দার বলেন, ‘গবেষণার মৌলিক ধারণা সঠিকভাবে শেখা প্রতিটি শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেমিনার শিক্ষার্থীদের গবেষণার পথে আত্মবিশ্বাসী করে তুলবে এবং মানসম্পন্ন গবেষণায় অংশ নিতে উৎসাহিত করবে। টিএসআই এর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।’
টিএসআই কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো: যোবায়ের হোসাইন বলেন, ‘ আমরা সফলভাবে সেমিনারটি আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীদের মধ্যে গবেষণা–সংস্কৃতি বিস্তারের লক্ষ্যকে সামনে রেখে টিএসআই সবসময় অ্যাকাডেমিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিয়ে থাকে। এই সেমিনারটি গবেষণার মৌলিক ধারণা, কাঠামো, এবং প্রাথমিক গবেষণা দক্ষতা গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের সম্মানিত অতিথি বক্তারা গবেষণার বাস্তবধর্মী অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শেয়ার করেছেন, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ অ্যাকাডেমিক ও পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও আগ্রহ আমাদেরকে ভবিষ্যতে আরও মানসম্মত ও কার্যকর অ্যাকাডেমিক কার্যক্রম আয়োজনের অনুপ্রেরণা জোগায়।’
উল্লেখ্য, উক্ত সেমিনারের সার্বিক সহযোগিতা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি।