সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারকালে টেকনাফে ২৮জনকে উদ্ধার

সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারকালে টেকনাফে ২৮জনকে উদ্ধার
মোঃআমান উল্লাহ, কক্সবাজার: সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজারের টেকনাফ থেকে ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।তিনি বলেন,  সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক লোকজন টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট সংলগ্ন সৈকতে অবস্থান করছে। এমন তথ্য পেয়ে ভোররাতে কোস্টগার্ড ও পুলিশের দুটি দল ঘটনাস্থলে পৌছায়।
এসময় পাচারকারীরা পালালেও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে সৈকতে জড়ো করা ২৮ জনকে উদ্ধার করা হয়।উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় সমুদ্রপথে পাচারের পরিকল্পনা করছিল।তিনি আরো বলেন, মানব পাচার রোধে কোস্ট গার্ড  এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::