পুলিশের হাত কামড়ে পালালো আসামি, হামলায় আহত পুলিশ ৩

পুলিশের হাত কামড়ে পালালো আসামি, হামলায় আহত পুলিশ ৩

নিউজ ডেস্ক: কুমিল্লায় মাদকসহ এক যুবককে আটক করার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাঁকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্য আহত হন এবং আটক যুবক পুলিশের হাত কামড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। শনিবার দুপুরে কুমিল্লা শহরের ধর্মপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, কোতোয়ালি মডেল থানার একটি টহল দল ধর্মপুর রেলগেট এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালাচ্ছিল। এ সময় মো. রবিন (৩০) নামের এক যুবককে গাঁজা ও একটি ছুরিসহ আটক করা হয়। পরে জানা যায়, তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা আছে এবং মাদক ও অন্যান্য অপরাধে ১০টি মামলা চলমান। তিনি ওই এলাকারই বাসিন্দা।

পুলিশ রবিনকে আটক করার পরপরই এলাকার কিছু মাদক ব্যবসায়ী পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। স্থানীয়দের দাবি, রবিনের সহযোগীরা হঠাৎ পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু করে এবং তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে রবিন এক পুলিশ সদস্যের হাতে কামড় বসিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর হয় এবং আরও কিছু ক্ষতি হয়।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র‌্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রাশেদুল হক চৌধুরী বলেন, হামলায় আহত তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলাকারীরা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ৬ জনকে আটক করা হয়েছে। অন্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::