কক্সবাজারে লবন সংরক্ষণাগার স্থাপনা  গড়ে তোলা হবে 

কক্সবাজারে লবন সংরক্ষণাগার স্থাপনা  গড়ে তোলা হবে 
মোঃআমান উল্লাহ, কক্সবাজার: দেশে লবণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে প্রান্তিক লবণচাষী ও মিল মালিকদের অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে জানিয়েছেন, শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান।তিনি বলেছেন, কক্সবাজারে লবণ সংরক্ষানাগার স্থাপনা গড়ে তোলা হবে।গত মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে স্থানীয় লবণ মিল মালিকদের সাথে বার্ষিক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিসিক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নিজামউদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।এসময় পদস্থ সরকারি কর্মকর্তা, বিসিক, লবণ মিল মালিক ও প্রান্তিক লবণচাষী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় বর্তমান লবণের মজুদ, ন্যায্যমূল্য নির্ধারণ, লবণ মিল মালিক, প্রান্তিক চাষীদের সমস্যা ও লবণ শিল্পের সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়।
সভা শেষে শিল্প সচিব ওবায়দুর রহমান বলেন, শিল্প লবণের আড়ালে কোন অজুহাতে খাবার লবণ আমদানী করতে দেয়া হবে না। এব্যাপারে মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। সভায় অংশগ্রহণকারিরা মাঠ পর্যায়ে লবণের ন্যায্যমূল্য নির্ধারণে নানা মতামত তুলে ধরেছেন জানিয়ে শিল্প সচিব বলেছেন, সংশ্লিষ্টদের উত্থাপিত প্রস্তাবনা সরকারের উর্ধ্বতন পর্যায়ে পর্যালোচনা করে লবণের ন্যায্যমূল্য নির্ধারণে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া কক্সবাজারে জমি পেলে লবণ সংরক্ষানাগার স্থাপনা গড়ে তোলা হবে।কক্সবাজার থেকে যানবাহন যোগে পরিবহনের সময় মহাসড়কে লবণপানি পড়ে পিচ্ছিলতার কারণে প্রতিনিয়ত সংঘটিত দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের কথা জানান মোঃওবায়দুর রহমান।
..

Leave a reply

Minimum length: 20 characters ::