ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

 

আনাছুল হক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কে চলমান গুম, খুন, অপহরণ, ডাকাতি ও মুক্তিপণ আদায়ের মতো অপরাধ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়দের পক্ষ থেকে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আলাদা আলাদা এই স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোবারক সাঈদ, সাংবাদিক মিছবাহ্ উদ্দিন সহ আরো অনেকে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে—

“ঈদগাঁও ও রামু থানাধীন ঈদগাঁও-ঈদগড় সড়কে হিমছড়ি, পানছড়া ও সাততারা ঢালা নামীয় স্থানে প্রতিনিয়ত গুম, খুন, অপহরণ, ডাকাতি, অপহরণ পূর্বক মুক্তিপণ আদায়, অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিপণ আদায়, ভয়ভীতি প্রদর্শন পূর্বক ছিনতাইসহ নানাবিধ অপরাধ সংঘটিত হচ্ছে।
দিন-দুপুরে সংঘবদ্ধ অপরাধীদের এহেন কর্মকাণ্ডে ঈদগাঁও হতে ঈদগড় সড়কটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। এতে সর্বসাধারণের জীবন হুমকির মুখে পড়ছে এবং মানুষের নির্বিঘ্নে জীবন ধারণের সাংবিধানিক অধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে।”

স্মারকলিপিতে আরও বলা হয়—

“ঈদগাঁও এবং রামু থানা কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ করলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমতাবস্থায় ঈদগাঁও হতে ঈদগড় ও বাইশারী ইউনিয়নে যাতায়াতের একমাত্র সড়কটি নিরাপদে চলাচলের জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন। অন্যথায় ঈদগাঁও, ঈদগড় ও বাইশারী ইউনিয়নের সর্বসাধারণের জান-মালের অপূরণীয় ক্ষতি হবে।”

 

স্থানীয়রা প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত সময়ে বিশেষ অভিযান পরিচালনা, স্থায়ী চেকপোস্ট স্থাপন এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করার মাধ্যমে এই সড়ককে নিরাপদ করার জন্য।

Leave a reply

Minimum length: 20 characters ::