মাদারীপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাদারীপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

 

প্রণব কুমার সাহা, মাদারীপুর জেলা প্রতিনিধি:আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে মাদারীপুরে আয়োজিত হয়েছে প্রস্তুতিমূলক সভা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ ইয়াসমিন আক্তার। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুহাম্মদ হাবিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল নোমান, অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা আজরিন তন্বী, জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান, জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা মোখলেসুর রহমান, সাংবাদিক প্রণব কুমার সাহা অপূর্বসহ আরো অনেকেই।

Leave a reply

Minimum length: 20 characters ::