ঝুঁকি নিয়ে পার হয় অর্ধ লক্ষাধিক ট্রেন যাত্রী

ঝুঁকি নিয়ে পার হয় অর্ধ লক্ষাধিক ট্রেন যাত্রী
নিজস্ব প্রতিনিধি : উত্তর-পশ্চিম বঙ্গে রেলের প্রবেশদ্বার নাটোরের  আজিমনগর  ও আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনের মাঝে  আঙ্গীরাপাড়া ও বাওড়া রেলওয়ের ঝুঁকিপূর্ণ দুটি ব্রিজের উপর দিয়ে প্রতিদিন যাতায়াত করে যাত্রী ও মালবাহী মিলে প্রায় ৭০টি  ট্রেন।
 ব্রিজ দুটিতে ডাবল লাইন থাকলেও  দু’পাশে কোনোপ্রকার র‌েলিং না থাকার কারণে ঘটতে পার বড়ধরনের ট্রেন দূর্ঘটনা।ফলে যাত্রীদের জিবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী ট্রেন গুলো।
পশ্চিম রেলওয়ের তথ্যমতে ব্রীজ দুটির উপর দিয়ে দিবা-রাত্রিতে যাত্রীবাহী আন্তঃনগর,কমিউটার,মেইল,
লোকাল ট্রেন, মালবাহী ট্রেন, মটর ট্রলিসহ প্রায় ৭০টি রেলযান চলাচল করে।
উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব বঙ্গের রেলপথের বন্ধন
অতিব গুরুত্বপূর্ণ এই ব্রিজ দুটি বাংলাদেশের মধ্যে রেলওয়ে যোগাযোগের খুবই গুরুত্বপূর্ণ।  ব্রিজ দুটির যে কোনো একটিতে কোন দুর্ঘটনা ঘটলে পূর্ব- পশ্চিম রেলওয়ে মধ্যে রেল যোগাযোগ বিছিন্ন হয়ে পড়বে।তাই যাত্রী নিরাপত্তার পাশাপাশি রেলের স্বার্থেই ব্রিজ দুটিতে দু’পাশে র‌েলিং দেয়া জরুরী বলে মনে করেন ট্র্রেনের যাত্রী ও স্থানীয়রা।

Leave a reply

Minimum length: 20 characters ::