অবৈধ বালি উত্তোলনের গর্তে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

অবৈধ বালি উত্তোলনের গর্তে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

আনাছুল হক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের রাজঘাট এলাকায় অবৈধ বালি উত্তোলনের গর্তে পড়ে সিদরাতুল মুনতাহা (৪) নামের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বনবিট এলাকায়। নিহত মুনতাহা একই ইউনিয়নের রাজঘাট এলাকার মো. সাগরের কন্যা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, গত বছর ওই এলাকায় সেলু মেশিন বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করা হয়েছিল। এতে বড় বড় গর্ত সৃষ্টি হয়। বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে মুনতাহা ও আরও এক শিশু খেলতে বের হয়। অপর শিশু ফিরে আসলেও মুনতাহা গর্তের পানিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

শিশুটির পরিবার অভিযোগ করেছে, যারা অবৈধভাবে বালি উত্তোলন করেছে, তারা এ মৃত্যুর জন্য দায়ী। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী চক্র বনভূমিতে গর্ত করে বালি উত্তোলন করছে।

ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক প্রক্রিয়া শেষে শিশুটির লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ অনুসারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::