চকরিয়ায় মাতামুহুরি নদীতে নিখোঁজের চার ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

চকরিয়ায় মাতামুহুরি নদীতে নিখোঁজের চার ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

 

আনাছুল হক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় খালাতো বোনদের সঙ্গে মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের চার ঘণ্টা পর পিংকি আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে চকরিয়ার চিরিঙ্গাস্থ স্টেশন পাড়া পয়েন্টে এক ঘণ্টার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া স্কুলছাত্রী পিংকি আক্তার পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা এলাকার আনোয়ার হোসাইনের মেয়ে। সে চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পিংকি আক্তার, খালাতো বোন আসমা আক্তার ও আপন বোন তাসলিমা আক্তার নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা স্রোতে তলিয়ে যায়। এ সময় একজন সাঁতরে উঠতে পারলেও অপরজনকে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। তবে পিংকি নদীতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

চকরিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা দিদারুল হক জানান, চকরিয়ায় ডুবুরি দল না থাকায় চট্টগ্রাম থেকে ১১ সদস্যের বিশেষ দল এনে বিকেল সাড়ে তিনটার দিকে উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর বিকেল সাড়ে চারটার দিকে পিংকি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave a reply

Minimum length: 20 characters ::