প্রবীণ রাজনীতিবিদ নিতাই চন্দ্র ঘোষের স্মরণ সভা অনুষ্ঠিত

প্রবীণ রাজনীতিবিদ নিতাই চন্দ্র ঘোষের স্মরণ সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক নিতাই চন্দ্র ঘোষের স্মরণ সভা আজ শুক্রবার সকালে বাদল চন্দ্র কর্মকার মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় বক্তারা বলেন, নিতাই ঘোষের মৃত্যুতে সনাতনীরা অভিভাবক হারা হলেন। আমৃত্যু তিনি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কাজ করে গেছেন।দেশ-জাতি ও হিন্দু কমিউনিটি রক্ষায় তার অনবদ্ধ অবদান রয়েছে। বক্তারা বলেন, ফ্যাসিবাদী সাবেক সরকার এই বীর মুক্তিযোদ্ধাকে একের পর এক অন্যায় ও মিথ্যা মামলায় জর্জরিত করেছে।ধর্ম-বর্ণ নির্বিশেষে নিতাই ঘোষ ছিলেন অসাধারণ মানবতাবাদী মানুষ।

‎বক্তারা নিতাই ঘোষের স্মৃতিকে অম্লান করে রাখতে তার নামে জাতীয় শ্মশানে একটি ভাষ্কার্য ও স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান।

‎জাতীয় মহাশ্মশান কমিউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মুকুল চন্দ্র সাহার সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব ও হিন্দু কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি অশোক মাধব রায়, অধ্যাপক হিরণ বিশ্বাস, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এডভোকেট গোবিন্দ্র চন্দ্র প্রামাণিক, ওয়ার্ডের সাবেক কমিশনার কাজী আবুল বাশার ও সাবেক কমিশনার টিপু মুন্সি। এ সময় সভায় উপস্থিত ছিলেন নিতাই ঘোষের স্ত্রী ও ভাতিজা মানিক চন্দ্র ঘোষ।

‎স্মরণ সভায় প্রয়াত নিতাই ঘোষের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্মশান কমিটির অন্যতম নেতা রজত সুর রাজু।

‎অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাশ্মশান কমিটির তত্ত্বাবধায়ক শ্রী বাবুল দাস, সাংবাদিক শ্যামল রায়, এডভোকেট সুনীল রঞ্জন বিশ্বাস প্রমুখ।

Leave a reply

Minimum length: 20 characters ::