কুবিতে ২৮টি আসন ফাঁকা রেখেই শেষ হলো ভর্তি কার্যক্রম

কুবিতে ২৮টি আসন ফাঁকা রেখেই শেষ হলো ভর্তি কার্যক্রম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে বিভিন্ন অনুষদের ২৮টি আসন ফাঁকা রেখেই।

২৭ জুলাই (রবিবার) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই সপ্তম মেধাতালিকা প্রকাশের মাধ্যমে ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক ইতি ঘটে। সপ্তম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে ‘এ’ ইউনিটে ১৪টি, ‘বি’ ইউনিটে ১৩টি এবং ‘সি’ ইউনিটে ১টি সহ মোট ২৮ টি আসন ফাঁকা রয়েছে।

এবিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘সপ্তম মেধাতালিকা প্রকাশের মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। পরবর্তীতে আর কোনো মেধাতালিকা প্রকাশ করা হবে না।’

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল ‘এ’ ও ‘সি’ ইউনিটের এবং ২৫ এপ্রিল ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গত ৮ মে প্রথম মেধাতালিকা প্রকাশের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়েছিল।

Leave a reply

Minimum length: 20 characters ::