ফলাফল প্রকাশের দিনই এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ফলাফল প্রকাশের দিনই এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

 

আনাছুল হক, কক্সবাজার প্রতিনিধি:এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের দিনই কক্সবাজারে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার গ্লানিতে আত্মহত্যা করেছে এক কিশোর শিক্ষার্থী।

নিহতের নাম প্রিয়তম রুদ্র (১৭)। তিনি কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের পূর্ব হিন্দুপাড়া এলাকার বাসিন্দা কাঞ্চন রুদ্রের পুত্র। প্রিয়তম এবারের এসএসসি পরীক্ষায় কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশ নিয়েছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ফলাফল প্রকাশিত হওয়ার পর নিজেকে অকৃতকার্য তালিকায় দেখে মানসিকভাবে ভেঙে পড়েন প্রিয়তম। কিছুক্ষণ পর নিজ কক্ষে গিয়ে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

পরিবার ও নিকট আত্মীয়দের ভাষ্যমতে, প্রিয়তম ছিলেন হাসিখুশি ও চঞ্চল স্বভাবের। তার আচরণে এমন সিদ্ধান্ত নেওয়ার কোনো পূর্বলক্ষণ তারা লক্ষ্য করেননি। সন্তান হারিয়ে নিঃশব্দ কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

স্থানীয়দের মতে, প্রিয়তমের মৃত্যু শুধু তার পরিবারের নয়, গোটা সমাজের জন্য এক গভীর বেদনাদায়ক ঘটনা। পরীক্ষার ফলাফল নিয়ে অতিরিক্ত পারিবারিক ও সামাজিক চাপ কিশোরদের ওপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে বলেও মত দিয়েছেন অনেকে।

খুরুশকুল ইউনিয়ন পরিষদের এক সদস্য বলেন, “ছেলেটি খুব ভালো স্বভাবের ছিল। কখনো ভাবিনি এমন কিছু ঘটতে পারে। আমাদের সন্তানদের মানসিক অবস্থা বোঝা এবং তাদের পাশে থাকা এখন সময়ের দাবি।”

Leave a reply

Minimum length: 20 characters ::