শিবচরে জমি সংক্রান্ত বিরোধে জেরে চাচীকে লাঞ্ছিত করার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

শিবচরে জমি সংক্রান্ত বিরোধে জেরে চাচীকে লাঞ্ছিত করার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে
স্টাফ রিপোর্টার: মাদারীপুরের শিবচরে জমি সংক্রান্ত বিরোধে জেরে চাচীকে লাঞ্ছিত করার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে।
জানা যায়, সোমবার (১২ মে) সকালে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের হাজীপুর গ্রামের ব্যাংচরা
মৌজায় ১৫ শতক জমিতে ভাতিজা জোর করে সাইনবোর্ড তুলতে গেলে চাচা বাধা দেয় । এসময়ে চাচা ও ভাতিজার সাথে কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে চাচার সাথে ভাতিজার হাতাহাতি হলে চাচী ছাড়াতে আসলে চাচিকে লাঞ্ছিত করে। এই সময়ে দুই পক্ষের চারজন আহত হয়। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ব্যাপারে সালমা বেগম শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে ভাতিজার পক্ষ থেকেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এই ব্যাপারে শিবচর থানার ওসি রতন শেখ বলেন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::