শিবচরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

শিবচরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
 স্টাফ রিপোর্টার: মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন ও চরজানাজাত  ইউনিয়নে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার( ৯ মে) বিকাল পাঁচটার দিকে শিবচর প্রেসক্লাবের সামনে সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে পদ্মা নদীর তীরবর্তী লোক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গনঅধিকার পরিষদসহ সর্বস্তরের জনগণ এতে অংশ গ্রহণ করেন ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা  জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে তাদের বিপুল পরিমাণ ফসলি জমি এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এভাবে যদি বালু উত্তোলন চলতে থাকে তাহলে বর্তমানে এই এলাকার সব বাড়ি-ঘর ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাবে। প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে বালু উত্তোলন করা বন্ধ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a reply

Minimum length: 20 characters ::