বাঙলা কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন হাফিজ

বাঙলা কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন হাফিজ

 

বাঙলা কলেজ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকারি বাঙলা কলেজ শাখার সদস্য সচিব ফয়সাল রেজাকে সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একইসঙ্গে হাফিজুর রহমান হাফিজকে বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

ছাত্রদল মনে করে, সাংগঠনিক গঠনতন্ত্র ও ধারাবাহিকতার স্বার্থেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

Leave a reply

Minimum length: 20 characters ::