বাংলাদেশে এখন একটি সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন: নুরুদ্দীন মোল্লা

বাংলাদেশে এখন একটি সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন: নুরুদ্দীন মোল্লা
মাদারীপুর জেলা প্রতিনিধি: বাংলাদেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট ব্যবসায়ী বিএনপির কেন্দ্রীয় নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লা।
তিনি বলেন , বর্তমানে যারা সরকারে আছেন তারা দেশের মানুষের কল্যাণে কাজ করছেন ডুতবে তাদের ব্যস্ততায় শীর্ষে থাকা উচিত একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া।
তিনি আরও বলেন, এটি শুধু একটি দলের স্বার্থে নয় বরং পুরো দেশের গণতন্ত্র ও শান্তির জন্য প্রয়োজন।
এখন সময় এসেছে বাংলাদেশে একটি সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়াইল মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শিরুয়াইল ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । এ সময়ে আরো বক্তব্যে রাখেন তাইজুদ্দিন মোল্লা, শাহাদাত হোসেন খান, শাজাহান মোল্লা সাজু, তৈয়ব আলী ও সুরুজ মিয়াসহ আরো অনেকেই ।

Leave a reply

Minimum length: 20 characters ::