স্বপ্ন ছিল কুবিতে পড়ার, তবে নিয়তির ছন্দপতনে পরীক্ষায়ই বসা হয়নি

স্বপ্ন ছিল কুবিতে পড়ার, তবে নিয়তির ছন্দপতনে পরীক্ষায়ই বসা হয়নি
হাকিম বাপ্পি,কুবি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সময়মতো উপস্থিত হতে না পারায় পরীক্ষায় বসতে পারেনি এক শিক্ষার্থী।
১৯ই এপ্রিল (শনিবার) দুপুর ৩টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩০টি কেন্দ্রে অনুষ্ঠিত ‘এ’ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রায় ৩২০০০ শিক্ষার্থী। পরীক্ষা শুরু হওয়ার আধা ঘণ্টা পরে কেন্দ্রে উপস্থিত হন অমি দত্ত অন্তু নামের এক পরীক্ষার্থী।
অন্তুর সাথে কথা বলে জানা যায় তার বাড়ি ফেনী জেলার মাস্টার বাড়িতে। সাড়ে ১২টায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ফেনী থেকে।কিন্তু রাস্তায় অত্যধিক যানজটের কারণে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে প্রায় আধা ঘণ্টা দেরি হয়ে যায় তার। দৌড়িয়ে কেন্দ্রের সামনে উপস্থিত হলেও ঢুকতে পারেনি পরীক্ষার হলে।
অন্তু বলেন,’ চান্স পাওয়া না পাওয়া ভাগ্যের ব্যাপার কিন্তু পরীক্ষা দিতে না পারার কষ্ট বলে বুঝাতে পারব না। আমার স্বপ্ন ছিল কুবিতে পড়ার কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আমি পরীক্ষাই দিতে পারি নাই।’
তিনি আরো বলেন,’ চবিতেও পরীক্ষা দিয়েছি তবে মেরিট লিস্টে সিরিয়াল দূরে থাকায় হয়তো সাবজেক্ট আসবে না। তাই কুবি নিয়ে স্বপ্ন ছিল। এখন গুচ্ছের জন্য প্রস্তুতি নেওয়া ছাড়া আর উপায় নাই।’

Leave a reply

Minimum length: 20 characters ::