শিবচরে ডিএমপির বোম ডিস্পোজাল ইউনিটের সহায়তায় ৪টি ককটেল নিষ্ক্রিয়

শিবচরে ডিএমপির বোম ডিস্পোজাল ইউনিটের সহায়তায় ৪টি ককটেল নিষ্ক্রিয়
স্টাফ রিপোর্টার: মাদারীপুরের শিবচরে  ৪টি ককটেল, ১টি গুলি ও ২১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে যৌথ বাহিনি। পরে ডিএমপির বোম ডিস্পোজাল ইউনিটের সহায়তায় শনিবার বিকেলে ৪টি ককটেল নিষ্ক্রিয় করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সেনাবাহিনী এবং শিবচর থানা পুলিশ উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর এলাকার কুদ্দুস হাওলাদারের বাড়ি থেকে ৪টি ককটেল, ১টি গুলি ও ২১৫ পিস ইয়াবা উদ্ধার করে। অভিযানের সময় আসামিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মালিক একজন চিহ্নিত মানবপাচারকারী। তিনি লিবিয়া হয়ে ইতালিতে লোক পাঠানোর সঙ্গে জড়িত। বাড়িটি তিনি নিজে না থাকলেও ভাড়া দিয়ে রেখেছিলেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, “দরজা ভেঙে ভেতরে ঢুকে ইয়াবা ও ককটেল বোমা উদ্ধার করা হয়। পরে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল টিম এসে ককটেল বোমা নিস্ক্রিয় করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Leave a reply

Minimum length: 20 characters ::