বোরহানউদ্দিনে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দাখিল পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বোরহানউদ্দিনে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দাখিল পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

রাকিব হোসেন, ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক দাখিল পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা হলেন হাসান নগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয়ভাবে ‘ ওমর কাজী।

শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার হাসান নগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর পরিবার জানায়, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের পাশে টয়লেটে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ওমর কাজী তাকে মুখ চেপে ধরে পাশের বাগানে নিয়ে যায় এবং অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, “আমার দাখিল পরীক্ষা চলছে। রাতে বাইরে গেলে হঠাৎ করে মুখ চেপে ধরে বাগানে নিয়ে যায়। আমি চিৎকার করলে অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। এমনকি বাবার ডাকেও রেহাই পাইনি।”

ভুক্তভোগীর মা বলেন, “ধর্ষণের পর ঘরে ফিরে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে। ঘটনা জানাতে স্থানীয়দের কাছে গেলে পথে আমাকেও হত্যার চেষ্টা করে ওমর। গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা চালায়। আমাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সে পালিয়ে যায়।”

শিক্ষার্থীর বড় ভাই জানান, “আমার বোন পরীক্ষা দিচ্ছে। টয়লেটে যাওয়ার সময় ওমর কাজী তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এমন বর্বরতা মেনে নেওয়া যায় না।”

পরবর্তীতে অসুস্থ অবস্থায় শিক্ষার্থীকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান। ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. তায়বুর রহমান বলেন, “রোগীর প্রাথমিক অবস্থা স্থিতিশীল। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে।”

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। ভুক্তভোগীর পরিবার মামলা করেছে এবং আসামি গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।”

Leave a reply

Minimum length: 20 characters ::