শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, নৌ-র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, নৌ-র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মাদারীপুর জেলা প্রতিনিধি: “জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে শিবচর উপজেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ ( ৮ এপ্রিল-১৪ এপ্রিল) উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, নৌ- র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত । মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের পুরাতন ফেরী ঘাট এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাদিউজ্জামান। শিবচর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) পারভীন খানম এর সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের নৌ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হাবিবুল ইসলাম। এ সময়ে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন মজুমদার,   চরজানাজাত নৌপুলিশ ফাড়িঁর ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শহিদুল ইসলাম খান, সিনিয়র সাংবাদিক প্রণব কুমার সাহা অপূর্ব, কাঠালবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ বেপারীসহ আরো অনেকেই।

Leave a reply

Minimum length: 20 characters ::