সলঙ্গায় গরুসহ ৪ জন চোর চক্রের সদস্যকে আটক করেছে র‍্যাব ১২

সলঙ্গায় গরুসহ ৪ জন চোর চক্রের সদস্যকে আটক করেছে র‍্যাব ১২

শেখ মাহবুব সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় চুরি যাওয়া ২টি গরুসহ সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় ৪ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব -১২ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানান ভুক্তভোগী কৃষক জাহাঙ্গীর আলম বেলকুচি থানায় একটি চুরি মামলা দায়ের করে এবং উক্ত ঘটনার পর থেকেই র‌্যাব-১২ সিরাজগঞ্জ আসামিদের আইনের আওতায় আনার জন্য ব্যাপক তৎপরতা চালায় এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহযোগিতায় র‌্যাবের চৌকস অভিযানিকদল জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে দুটি গরু উদ্ধার করে এবং শাহীন খন্দকার, আব্দুল খালেক, সুজন আলী, জরিপ মন্ডলকে গ্রেফতার করে । উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::