বরিশাল বিশ্ববিদ্যালয় মেহেন্দিগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে জহিরুল – নাজমুল

বরিশাল বিশ্ববিদ্যালয় মেহেন্দিগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে জহিরুল – নাজমুল

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয় মেহেন্দিগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটির সভাপতি জহিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম।

গতকাল সোমবার (১০মার্চ,২০২৫) মেহেন্দিগন্জ ছাত্রকল্যাণ সমিতির ইফতার মাহফিল ও নির্বাচন অনুষ্ঠিত হয়।শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম।
এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হোন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই এই সংগঠনের মানুষগুলোকে খুব কাছে পেয়েছি, তাদের ভালোবাসা পেয়েছি, এটি আসলেই বড় পাওয়া।
এখন আমাদের দায়িত্ব এসেছে তাদেরকে নিয়ে সবকিছুকে সুন্দর করার, নতুন উদ্যমে পথ চলার। উপদেষ্টা মহোদয় ও সিনিয়রদের পরামর্শে সবার সহযোগিতা নিয়ে মেহেন্দিগন্জ ছাত্রকল্যাণ সমিতির সমৃদ্ধির জন্য চেষ্টা করব।সকল শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব। ইনশাআল্লাহ।”

আগামী এক সপ্তাহের মধ্যে সংগঠনের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::