মাদারীপুরে ‘বরিশাল খাল’ উদ্ধারে উপজেলা প্রশাসনের অভিযান

মাদারীপুরে ‘বরিশাল খাল’ উদ্ধারে উপজেলা প্রশাসনের অভিযান
প্রণব কুমার সাহা, মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর শহরের ইটেরপুল থেকে পাথুরিয়ারপাড় পর্যন্ত বিস্তৃত ‘বরিশাল খাল’। খালটি দখল-দূষনে অস্তিত্ব হারিয়ে যাওয়ায় পরিচ্ছন্নতা ও পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেছে সদর উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্দেশনায় মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের মন্টারপোল এলাকায় ‘বরিশাল খাল’ পরিচ্ছন্নতা ও পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব।
এসময় ওয়াদিয়া শাবাব বলেন, সারাদেশে খাল দখলমুক্ত ও পরিষ্কার করার অংশ হিসেবে মাদারীপুর জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় ‘বরিশাল খাল’ পরিষ্কার ও পুনরুদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে আমরা খালের দু’পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। খালের ময়লা আবর্জনা পরিষ্কার করে পানি প্রবাহ নিশ্চিত করবো আমরা। সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, খালটিতে যেন কেউ কোন ময়লা আবর্জনা না ফেলে। তিনি আরো বলেন, খালটি পরিষ্কার হলে পানি প্রবাহের ফলে কৃষি কাজে সফলতা আসবে।
এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ঘটমাঝি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম, উপসহকারী ভূমি কর্মকর্তা আক্তার হোসেনসহ অন্যরা।

Leave a reply

Minimum length: 20 characters ::