যাকাত ফিতরা চেয়ে অনলাইনে প্রতারণা

যাকাত ফিতরা চেয়ে অনলাইনে প্রতারণা

মো: রাকিব হাসান:মোবাইলে মেসেজে যাকাত ফিতরা চেয়ে প্রতারণার ফাঁদ পেতেছেন একদল প্রতারণা চক্র। যার ফলে ভুল জায়গায় দান করে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। আসন্ন ঈদ কে সামনে রেখে মানুষের সক্রিয় হয়ে উঠেছে এই চক্র। তারা সোশাল মিডিয়া সহ বিভিন্ন এপসের মাধ্যমে বিভিন্ন মানুষের মোবাইল নাম্বার ও নাম সংগ্রহ করে ওই সকল মানুষের নিকট আত্মীয় সেজে তাদের মোবাইলে মেসেজ পাঠায়। এবং অনেকেই সত্যতা যাচাই না করে এই ফাঁদে পা দেয়।

গতকাল বিকেল তিন টার সময় অন্তু নামের এক চাকুরিজীবীর মোবাইলে একটি মেসেজ আসে। মেসেজ টি ছিলো এমন- “অন্তু ভাই আমি আপনার খুব কাছের কেউ। লজ্জায় পরিচয় দিতে চাচ্ছি না। আমাদের ফ্যামিলিতে কিছুদিন ধরে খুব আর্থিক ক্রাইসিজ চলছে, অভাব যাচ্ছে। রোজা শুরু হয়েছে বাজার করার টাকা পর্যন্ত নাই। আপনাদের ফিতরা যাকাত বা দান সদকা হিসেবে কিছু টাকা পাঠালে খুব উপকার হবে।” এর সাথে একটি বিকাশ ও নগদ একাউন্ট নাম্বার দিয়ে দেয়া হয় টাকা পাঠানোর জন্য। মেসেজ পেয়ে অন্তু প্রথমে তার নিকটাত্মীয় কেউ ভাবলেও পরবর্তীতে সোশাল মিডিয়া ও ট্রু কলার এ বিভিন্ন কী ওয়ার্ড সার্চ করে দেখতে পারে এটি একটি প্রতারকের নাম্বার। অনেক মানুষকেই এই নাম্বার থেকে একই মেসেজ দেয়া হয়েছে। কিন্তু দেশের বিভিন্ন জায়গায় খোঁজ করে দেখা যায় অনেক মানুষ ই এমন মেসেজ পেয়ে টাকা পাঠিয়েছেন।

টাকার পরিমাণ খুব বেশী না হওয়ায় অনেকেই এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানান না। প্রযুক্তিবিদরা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসাধারণকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। যাচাই-বাছাই না করে অনলাইনে টাকা দান করা উচিত হবে না।

Leave a reply

Minimum length: 20 characters ::