বিএসটিআই ও সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান  আদালত পরিচালনা

বিএসটিআই ও সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান  আদালত পরিচালনা

 

মোঃআমান উল্লাহ, কক্সবাজার:বিএসটিআই, কক্সবাজার ও সদর উপজেলা প্রশাসনের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল শহরের বাহারছড়া বাজারে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন সুলতানা।অভিযানে ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ‘২০১৮’ লংঘনের দায়ে বাজারের নাজিয়া পোল্ট্রি হাউজকে তিন হাজার টাকা, মাছের আড়ৎদার মোহাম্মদ হোসেনকে ‍দু’ হাজার টাকা, সেলিম স্টোরকে এক হাজার টাকা এবং সাগর স্টোরকে দু’হাজার পাঁচশত টাকাসহ মোট সাড়ে আট হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রসিকিউশন অফিসার বিএসটিআই-এর ইন্সপেক্টর (মেট্রোলজি) রঞ্জিত কুমার মল্লিক, আনসার ব্যাটালিয়নের সদস্যরাসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।

Leave a reply

Minimum length: 20 characters ::