দুমকিতে বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন

দুমকিতে বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন
দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে জুয়েল হাওলাদার নামে এক যুবককে বিয়ের দাবিতে অনশনে বসেছেন আখি আক্তার নামে দুই সন্তানের জননী। অভিযুক্ত যুবক স্থানীয় আলমগীর হাওলাদারের পুত্র। বুধবার সকাল থেকে দুমকি একে সরকারি প্রাথমিক বিদ্যালয়  সংলগ্ন জুয়েল এর বাড়িতে অনশনে আছে ওই দুই সন্তানের জননী । এসময় তিনি অভিযোগ করে বলেন, স্বামী বিদেশ থাকার সুযোগে যুবক জুয়েল তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে তারা দুমকিতে একটি বাসায় এক সাথে থাকতেন। বিষয়টি জানাজানি হলে যুবকের কথা মত ঢাকা ও পটুয়াখালীতে বাসা নিয়ে থাকতেন তারা। তবে বর্তমানে সে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় বিয়ের দাবিতে তিনি অনশনে বসতে বাধ্য হয়েছেন। এবিষয়ে জানতে অভিযুক্ত জুয়েল হাওলাদার এর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Leave a reply

Minimum length: 20 characters ::