ববিতে হাইভোল্টেজ বৈদ্যুতিক যন্ত্রের সংযোগ বিচ্ছিন্ন করার নিদের্শ

ববিতে হাইভোল্টেজ বৈদ্যুতিক যন্ত্রের সংযোগ বিচ্ছিন্ন করার নিদের্শ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিতরে এসিসহ হাইভোল্টেজ মেশিনারিজের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে এসব যন্ত্র স্থাপন করার আগে কর্তৃপক্ষের অনুমতি নেয়ার জন্য বলা হয়েছে। অন্যথায় দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তর দায়ী থাকবে। এমন নির্দেশনা দিয়ে সব বিভাগ ও সংশ্লিষ্ট শাখায় চিঠি পাঠানো হয়েছে।মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে শিক্ষার্থীদের কাছ থেকে বিভাগ উন্নয়ন ফি আদায় করে সেই টাকা দিয়ে এসি ক্রয় করা বিধিসম্মত নয় বলে উল্লেখ করা হয়।

এ ছাড়াও বলা হয়, এর আগে হাইভোল্টেজ মেশিনারিজ স্থাপনের আগে অনুমতি নেয়ার নির্দেশ দেয়া হলেও তা মানছে কেউ ফলে বিদ্যুৎ ঘাটতি ও বাজেটের অতিরিক্ত বিদ্যুৎ ব্যয় হচ্ছে। বিদ্যুৎ বিল বকেয়া থেকে যাচ্ছে।

এসব ইলেকটনিক্স যন্ত্র ব্যবহারে বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহ কম বিধায় অতিরিক্ত চাহিদার ফলে যেকেনো সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অতিরিক্ত মেশিনারিজ ব্যবহারের ফলে বিদ্যুৎ আপ-ডাউন করছে যার ফলে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারগুলো ও যন্ত্রপাতি প্রায়ই নষ্ট হচ্ছে যাতে করে বিশ্ববিদ্যালয় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

Leave a reply

Minimum length: 20 characters ::