পবিপ্রবিতে আলতাফ হোসেন চৌধুরীর  দু’গ্রুপ সমর্থকের সংঘর্ষ- আহত ২

পবিপ্রবিতে আলতাফ হোসেন চৌধুরীর   দু’গ্রুপ সমর্থকের সংঘর্ষ- আহত ২
মেহেদী হাসান শান্ত, দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরীর দু’গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছে। রবিবার বেলা ১১ টায় পবিপ্রবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
সুত্র জানায়, ২৬ শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস পালন উপলক্ষে প্রশাসনের সাথে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করার জন্য আলতাফ হোসেন চৌধুরী পবিপ্রবির ক্যাম্পাসে আগমন করেন। আগমনকে কেন্দ্র করে তার সমার্থক জসিম উদ্দিন হাওলাদার, ইব্রাহিম খলিল, মতিউর রহমান দিপু দাওয়াত পেলেও। আনোয়ার হোসেন হাওলাদার গ্রুপ দাওয়াত না পাওয়ায় এ সংঘর্ষ হয়। এতে বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান দিপু আহত হয়। আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার কারণে হাতাহাতি হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান বলেন, আলতাফ হোসেন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান তার দুমকিতে তথা পবিপ্রবির ক্যাম্পাসে আগমন সম্পর্কে আমরা উপজেলা বিএনপি কিছুই জানিনা।

Leave a reply

Minimum length: 20 characters ::