রাঙ্গুনিয়ায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, সরঞ্জাম জব্দ

রাঙ্গুনিয়ায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, সরঞ্জাম জব্দ
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে পাহাড় কাটছিল একদল দুর্বৃত্ত। পাহাড়-টিলা শ্রেণির ভূমি থেকে অবৈধভাবে স্কেভেটরের সাহায্যে পাহাড় কেটে ট্রাকে করে মাটি বিক্রি করে আসছিল তারা বেশ কিছুদিন ধরে। বিষয়টি জানতে পারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন।
শনিবার (১৮ জানুয়ারি) উপজেলার বেতাগি ইউনিয়নের ডেমির ছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন জানান, মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে মাটিকাটার যন্ত্র (স্কেভেটর) ফেলে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যায়। মাটিকাটার স্কেভেটরটি জব্দ করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মারজান হোসাইন।

Leave a reply

Minimum length: 20 characters ::