শিবচরে মহান বিজয় দিবস পালন

শিবচরে মহান বিজয় দিবস পালন
মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুরে শিবচর উপজেলা পালিত হয়েছে মহান বিজয়  ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচী পালন করেছে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি আধা সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহান বিজয়  ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ পুস্পস্তবক অর্পণ করেন শিবচর উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বি‌এন‌পি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,  বিভিন্ন পেশাজীবী মানুষ ও সমাজের নানা শ্রেনী পেশা মানুষের পক্ষ থেকে স্ব স্ব ব্যানারে র‌্যালী ও পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় । শিবচর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি  ও সহযোগী সংগঠনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মিছিল বের করা হয়। বিজয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মুক্তি যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পাঠ করা হয়। এর আগে সকাল ৯টায় শিবচর উপজেলা প্রশাসনে আয়োজনে  শিবচর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় মেলা  উদ্বোধন করেন।  এই সময় পুলিশ,  আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বীর মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

Leave a reply

Minimum length: 20 characters ::