কক্সবাজারে গড়ে উঠবে দেশের প্রথম আধুনিক বাফুফে টেকনিক্যাল সেন্টার, পরিদর্শনে বাফুফে টিম

কক্সবাজারে গড়ে উঠবে দেশের প্রথম আধুনিক বাফুফে টেকনিক্যাল সেন্টার, পরিদর্শনে বাফুফে টিম

আনাছুল হক, কক্সবাজার:বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অর্থায়নে কক্সবাজারে নির্মিত হচ্ছে আধুনিক বাফুফে টেকনিক্যাল সেন্টার। রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের মহাসড়ক লাগোয়া স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের পাশে সুবিশাল খেলার মাঠে এই টেকনিক্যাল সেন্টারটি স্থাপিত হবে।

আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীর নেতৃত্বে বাফুফে প্রতিনিধিদল স্থানটি পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমে ব্রিফিং করে এই প্রস্তাবিত প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য জানান।

তিনি জানান, ইতোমধ্যে বাফুফে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে ১৯.১ একর জমি বরাদ্দের জন্য আবেদন করেছে এবং জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন বিষয়টি গুরুত্ব দিয়ে রামু উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ সাজ্জাদ জাহিদ রাতুলকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।

বাফুফে সহ-সভাপতি হ্যাপী বলেন, “প্রথমে রামুর খুনিয়া পালং এলাকায় প্রকল্পটি নির্মাণের কথা ছিল, কিন্তু পরিবেশবাদী সংগঠনের আপত্তির কারণে সেই জায়গাটি বাতিল হয়ে যায়। এরপর সবার সাথে আলোচনা করে রশিদ নগরের জায়গাটি চূড়ান্ত করা হয়েছে।” তিনি আরো জানান, সরেজমিনে যা দেখেছেন, তাতে এখানেই একটি আধুনিক ফুটবল টেকনিক্যাল সেন্টার নির্মাণ সম্ভব।

রামু উপজেলা সহকারী কমিশনার ভূমি, মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল জানিয়েছেন, জমির আশপাশের বিষয়গুলো সমন্বয় করে শিগগিরই অগ্রগতি প্রতিবেদন দেওয়া হবে।

বাফুফে টিমের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এ্যাসিস্টেন্ট প্রজেক্ট ম্যানেজার মোঃ তানভির আহমেদ ছিদ্দিকী, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক হারুন উর রশীদ, সাবেক জাতীয় ফুটবলার ও জেলা দলের কোচ মাসুদ আলমসহ আরও অনেক ক্রীড়া ব্যক্তিত্ব।

উল্লেখযোগ্য যে, এই টেকনিক্যাল সেন্টারের জন্য ফিফা বাফুফেকে পর্যাপ্ত অর্থ প্রদান করবে। বাফুফের সূত্র মতে, নতুন সেন্টারে পুরুষ-মহিলা পৃথক দুটি ডরমিটরি, জিমনেশিয়াম, সুইমিংপুল এবং দুটি খেলার মাঠ থাকবে—একটি ন্যাচারাল ও অপরটি টার্ফ।

Leave a reply

Minimum length: 20 characters ::