সন্দ্বীপে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

সন্দ্বীপে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

আব্দুল হামিদ সন্দ্বীপ:চট্টগ্রামের সন্দ্বীপে অবৈধভাবে জমি থেকে মাটি কাটার অপরাধে একজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (১ ডিসেম্বর ) দুপুরে উপজেলার সন্দ্বীপ পৌরসভা ৬ নং ওয়ার্ড বাগের হাট থেকে মাটি ভর্তি একটি ট্রাক দেখতে পান সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা। এ সময় ট্রাককে আটক করেন তিনি, পরবর্তীতে ট্রাক ড্রাইভার হেলফার রেখে পালিয়ে যান।
ম্যাজিস্ট্রেট হেলফার থেকে জানতে চান মাটি কোথায় থেকে কেটে আনা হয়েছে, তাদের কথার ভিত্তিতে জানা যায় কালাপানিয়া থেকে পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে অভিযান পরিচালনা করে কালাপানিয়া ৯ নং ওয়ার্ডের আবুল কাশেমের পুত্র জুয়েল (৪০) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০, আইন লঙ্ঘন করে মাটি কাটা ও পরিবহণ করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এবং জানান জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a reply

Minimum length: 20 characters ::