বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সাথে বন্দুক যুদ্ধে তিন কেএনএফ সদস্য নিহত

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সাথে বন্দুক যুদ্ধে তিন কেএনএফ সদস্য নিহত

খাদিজা আক্তার;বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন কুকি চিন ন্যাশনাল ফন্টের (কেএনএফ) তিন সদস্য ।

রোববার (২৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।
আইএসপিআর জানিয়েছে, বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে কেএনএফের গোপন আস্তানায় অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন কেএনএফ সদস্য নিহত হয়েছেন। এছাড়া বিপুল পরিমাণ অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী।

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) আত্মপ্রকাশ করে। এরপর হতেই পাহাড়ে নানা সময় অপ্রীতিকর ঘটনার কারনে অস্থিতিশীল অবস্থার রয়েছে পার্বত্য জেলা বান্দরবান।

Leave a reply

Minimum length: 20 characters ::