কক্সবাজার ভ্রমণ শেষে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

কক্সবাজার ভ্রমণ শেষে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

আনাছুল হক, কক্সবাজার:কক্সবাজারে ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বন্ধু। শনিবার (২৩ নভেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ভিলেজারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ সোহেল (২২) এবং মোহাম্মদ রিফাত (২২)।

প্রত্যক্ষদর্শীদের মতে, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা সোহেল ও রিফাত মোটরসাইকেলে করে কক্সবাজার থেকে বাড়ি ফিরছিলেন। রাত ১০টার দিকে একটি কক্সবাজারমুখী লরির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়।

নিহত ওরা হলেন মোহাম্মদ সোহেল (২২): কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হেলাল উদ্দিনের ছেলে। মোহাম্মদ রিফাত (২২): একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাঙ্গা মিয়ার ছেলে।

এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সোহেল ও রিফাতের পরিবার এবং বন্ধুরা তাদের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

হারবাং এলাকার বাসিন্দারা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এমন দুর্ঘটনা নতুন নয়। চালকদের বেপরোয়া গতি ও অসচেতনতার কারণে প্রায়ই এমন মর্মান্তিক ঘটনা ঘটছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লরিটি জব্দ করা হয়েছে এবং চালক পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বারবার দুর্ঘটনার শিকার হওয়া মহাসড়কটিতে সঠিক ট্রাফিক ব্যবস্থাপনা ও চালকদের সচেতনতা বৃদ্ধি করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a reply

Minimum length: 20 characters ::